আকীদা খতমে নুবুওয়্যাত অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের ও অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ও অমুসলিম। তাদের ষড়যন্ত্র, চক্রান্ত ও কুফুরী আকিদা থেকে দেশ জাতি ও সমাজকে রক্ষা করা নৈতিক দায়িত্ব ও ঈমানী কর্তব্য। তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশ এ মহান দায়িত্ব পালন করে আসছে।

আকিদায়ে খতমে নুবুওয়্যাত কিঃ
আল্লাহ তায়ালা এক অদ্বিতীয়। আল্লাহ তায়ালার কোন শরিক নেই। নুরনাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, প্রেরিত সর্বশেষ নাবী এবং রাসুল। আল্লাহ তায়ালা উনার হাবীব নুরনাবী হযরত মুহাম্মদ সাঃ কে প্রেরন করে দেড় হাজার বছর আগে নুবুয়্যাত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন।  উনার পরে কোন নাবী কিংবা রাসুল নাই। উনার পরে আজও পর্যন্ত কোন নাবী কিংবা রাসুল আসে নাই, এখনো নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসকেই বলা হয় আকীদায়ে খতমে নুবুওয়্যাত। এই বিশ্বাস ছাড়া মুসলমান হওয়ার কোন সুযোগ নেই।