উত্তর দিয়েছেনঃ 
আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী
উত্তরঃ সত্যি কথা এই, প্রশ্নটি কোনো আস্তিক ভাইয়ের নয়। কোনো আস্তিক বা মুসলিম ভাই করে থাকলেও নাস্তিকদের বিভ্রান্তির কারণে করেছেন। কারণ প্রশ্নটি যারা করে তারা নাস্তিক ব্লগার এবং বাম ঘরানার বুদ্ধিজীবী। তারা প্রশ্নগুলোর মাধ্যমে আমাদের সরলপ্রাণ মুসলিম যুবক ভাইদের মধ্যে সন্দেহের বীজ বপন করছে। কিন্তু এখানে সন্দেহ বা সংশয়ের কোনো সুযোগ নেই। আল্লাহ তায়ালা কুরআন কারীমে বলেছেন- "এই ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নয়।" তাহলে রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হাতে থাকে তাহলে আফ্রিকা মহাদেশের দরিদ্র মানুষ না খেয়ে মারা যাচ্ছে কেন? আসলে সংশয়বাদী বা নাস্তিকরা তো কুরআন কারীম পড়ে না। প্রথমত রিজিক অর্থ কি? সেটি পরিপূর্ণভাবে বুঝতে হবে। রিজিক মানেই চাল, ডাল, গম, আটা-রূটি, সবজি, ফল-ফলাদি এগুলো নয়। কুরআন কারীমে আল্লাহ বলেছেন যে, রিজিক তো আমার হাতে; এই অর্থটা ব্যাপক। রিজিক কি? মানুষ মুখে যা গ্রহণ করে শুধুমাত্র তাই-ই রিজিক। না। মানুষকে আল্লাহ তায়ালা  যে ইলম, দৈহিক শক্তি, দৈহিক সৌন্দর্য দান করেছেন সেটাও রিজিকের অন্তর্ভুক্ত। আবার, মানুষকে আল্লাহ তায়ালা যে খনিজ সম্পদ দান করেছেন তা-ও এক প্রকার রিজিক। এখন আফ্রিকার প্রশ্নের উত্তরে আমি বলব, পৃথিবীতে সব চেয়ে বেশি খনিজ সম্পদ আল্লাহ তায়ালা আফ্রিকাতে দান করেছেন। অতএব বলা যায় সবচেয়ে বেশি রিজিক আল্লাহ দিলেন আফ্রিকার মানুষকে। তাহলে সে দেশের মানুষ যদি না খেয়ে মারা যায় তার জন্য তো আমার আল্লাহ তায়ালা দায়ী নয়, বরং দোষী হচ্ছে আগ্রাসী শক্তি, পুঁজিবাদী, ভোগবাদীরা যারা পৃথিবীতে যারা লুটপাট করে খাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, পৃথিবীতে যে ভোগবাদী, পুঁজিবাদী শক্তি কাজ করছে তারাই আফ্রিকার রিজিক কেড়ে নিচ্ছে। নতুবা আফ্রিকার মুসলমানদেরকে আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি রিজিক দান করেছেন। হীরকের খনি, স্বর্ণের খনি, কয়লা, লোহা, পেট্রোল সব আফ্রিকাতে। রিজিক মানেই মুখে খাওয়া নয়। (Natural Advantages) প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বড় রিজিক। আর এই রিজিক সবচেয়ে বেশি আল্লাহ তায়ালা আফ্রিকাতে দিয়েছেন। তাহলে যে আফ্রিকার মানুষ না খেয়ে আছে তাদেরকে আল্লাহ রিজিক সবচেয়ে বেশি দিয়েছেন কিন্তু তাদের রিজিক কেড়ে নিচ্ছে কারা? আমেরিকা কেড়ে নিচ্ছে। Liberia, Nigeria, Tanzania এদেশ গুলোতে যুদ্ধবিগ্রহের সৃষ্টি করেছে কারা? অবশ্যই আমেরিকা, ব্রিটেন। যুগের পর যুগ আফ্রিকাতে ঔপনিবেশিক শাসন করেছে ফ্রান্স, ডাচ, ইংরেজরা। আর এখন করছে আমেরিকা। তাহলে আফ্রিকায় মানুষ যে না খেয়ে মারা যাচ্ছে সেজন্য তো আমার আল্লাহ তায়ালা দায়ী নয়। বরং আল্লাহ তায়ালা আফ্রিকার নিরীহ মানুষদেরকে সবচেয়ে বেশি রিজিক দিয়েছেন, তা কেড়ে খাচ্ছে পুঁজিবাদীরা। যদি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয় আর সম্পদের সুষ্ঠ বন্টন হয় তাহলে, সবচেয়ে বেশি ধনী আর রিজিকে সমৃদ্ধ হবে আফ্রিকার মানুষ।